সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ৬ আগস্ট ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
‘যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা ঘটে তার সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই’। মর্মে দাবি করেছেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এমন দাবি করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী নেতৃবৃন্দ। এসময় ছিলেন- ফাইজুন্নবী সহস্র, আরাফাত হোসেন, নুর-আলম, আশরাফুল ইসলাম, নিয়াজ শরীফ, ওসমান গণি, আজিজুর রহমান, আসাদুজ্জামান রিপন, আবু সাঈদ ইসলাম প্রমূখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দাবি করা হয়- ‘আমরা যে দাবিতে আন্দোলন করেছি। তাতে সকলের সহযোগিতায় বিজয় অর্জন করেছি। দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। এ আন্দোলনকে কেন্দ্র করে যদি কোথাও কোন ধরণের জ্বালাও-পোড়াও, ভাংচুর, হামলা, লুটপাট, হতাহতসহ কোন ধরণের অঘটন ঘটে থাকে বা ঘটে তা আমাদের কাম্য নয়; এর সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই’।
তারা আরো বলেন- বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচী পালন করছি। আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবি যানাযা, আত্মার মাগফিরাত কামনা করেছি। তারা দাবি তুলে ধরে বলেন- বৈষম্য বিরোধি আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন ধরণের মামলা হয়ে থাকলে তা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে।