চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৩ জানুয়ারি ২০২৫ , ৩:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ জন কৃষকের সরকারি প্রণোদনার পুষ্টি বাগানের সবজি বীজ ও সার বিক্রির ঘটনায় আতোয়ার নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে হাতেনাতে কীটনাশকের দোকান থেকে স্থানীয়রা আটক করে।
এঘটনায় কৃষি অফিসের তালিকাভুক্ত সুবিধাভোগী ওই পাঁচ জনের মধ্যে ৪ জনকে সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস থেকে পুষ্টি বাগানের জন্য প্রণোদনার সার ও বীজ দেয়া হয়েছে।
চারজন সুবিধাভুগীরা হলেন- মমতাজ বেগম, বনি খাতুন, এসমোতারা বেগম ও আরজু। তারা সকলেই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা । তাদের পুষ্টি বাগান রয়েছে।
সার-বীজ বিতরণের সময় চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয়ন বিষাণ দাস উপস্তিত ছিলেন।