সারাদেশ

অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ১২:৩০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নান উৎসব পালন করতে এসে ষাট বছর বয়সী এক বৃদ্ধ পুরোহিত মারা গেছেন।

ওই বৃদ্ধের নাম রশিক চাদ ঠাকুর (৬০)। তিনি লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, সোমবার রাত ১০ টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পূন্যার্থী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এরপর ওনাকে আশেপাশের লোকজন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়ে দায়িত্বরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।