বিনোদন

অসুস্থতা নিয়েও শুটিংয়ে শাকিব খান

  uadmin ৯ নভেম্বর ২০২৩ , ১২:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি শুরু হয়েছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের নতুন সিনেমার শুটিং। এ সিনেমার নাম ‘দরদ’। ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে প্যান ইন্ডিয়ান এ সিনেমার শুটিং চলছে। তবে জানা গেছে, শাকিব কিছুটা অসুস্থ। এ নিয়েও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন।

শুধু তা-ই নয়, এ সিনেমায় শাকিবের নায়িকা বলিউড তারকা সোনাল চৌহানসহ ইউনিটের প্রায় ৭০ শতাংশ কলাকুশলী জ্বরে আক্রান্ত। এরপরও পুরোদমে শুটিং করছেন।

বুধবার (৮ নভেম্বর) সকালে ভারতের বেনারস থেকে এমন তথ্যই জানালেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দরদ’ সিনেমার ইউনিটের ৭০ শতাংশ মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত। শাকিব ভাই সোনাল সবাই। আমার নিজের ১০২ ডিগ্রি জ্বর। এরপরও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে শুটিং চালিয়ে নিতে হচ্ছে।