শিক্ষা

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

  স্টাফ রিপোর্টার, রাবি ২৭ নভেম্বর ২০২৪ , ১২:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ৯টায় জোহা চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পুনরায় জোহা চত্বরে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।

মিছিলে এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন , তুমি কে আমি কে সাইফুল সাইফুল, ইসকনের দুই গালে জুতামারো তালে তালে, বাংলার মাটিতে ইসকনের ঠাই নাই। বিচার চাই বিচার চাই ইসকনের বিচার চাই। বাংলার মাঠিতে ইসকনের ঠাই নাই। জঙ্গি জঙ্গি ইসকন জঙ্গি, ইসকনের চামড়া তুলে নিবো আমরা, ফাঁসি চাই ফাঁসি চাই চিন্ময়ের ফাঁসি চাই, প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু ও মুসলিম, বৌদ্ধ সহ সবার সমান অংশগ্রহণ ছিল। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ। জুলাই বিপ্লব পরবর্তী মুসলিমরা হিন্দুর মন্দির পাহারায় ছিল। আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য কোন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই। দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে এই ইসকনের বিরুদ্ধে আবার সংগ্রামের হুশিয়ারীও দেন তিনি।

উল্লেখ্য, আজকে (২৬ নভেম্বর) চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয় এবং একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।