বিবিধ

আওয়ামীলীগ কর্মী সোনা মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

  এস এম রাফি ৪ মে ২০২৩ , ৭:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে। কাউনিয়া উপজেলাবাসি গত বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের গালর্স স্কুল মোড়ে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমসের আলী,বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মশি,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের সাংগঠনিক সম্পাদ রাকিবুল ইসলাম রাকিব, আওয়ামী লীগ নেতা মোঃ মেনাজ উদ্দিন যুবলীগ নেতা মোশারফ হোসেন, যুবলীগ নেত ইউসুফ আলী রাঙ্গা, এন আই শাহীন মিয়া,ছাত্রলীগ উপজেলা শাখার আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী যুগ্ম আহবায়ক জামিল হোসাইন, ইমরান হোসেন প্রমূখ। বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য,গত ২৪ এপ্রিল সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি’র ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগমনে শ্লোগান দেয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া মারা যায়।