চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল বের করেছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছাত্র-জনতা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলএসডি
গোডাউন মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয় মিছিলটি।
এসময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক, আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদ সহ তরুণ ছাত্ররা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকলে গ্রেফতার করতে হবে নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ছাত্র সমাজ বসিয়েছে ক্ষমতায় বসিয়েছে।