ধর্ম ও নৈতিকতা

আগামী বছর কতজন হজে যেতে পারবেন, জানা গেল

  এস এম রাফি ৩ আগস্ট ২০২৩ , ৫:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। আগামী বছরের জন্য বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।

বুধবার (২ আগস্ট) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ তথ্য জানান।

সৌদি সরকারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের হজে হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগামী বছরের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ, সৌদি ই-হজ সিস্টেমে আগামী বছরের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে এবং ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। রাজকীয় সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবামূল্য অবহিত হওয়া মাত্র হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলেও জানান সচিব।

২০২৪ সালের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে হজ এজেন্সি এবং হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।