মুন্সীগঞ্জ প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৪ , ১২:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সমাবেশ আয়োজন করায় মুন্সিগঞ্জ ১ আসনের ট্রাক প্রতীক স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর পাইলট স্কুল মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, শ্রীনগর পাইলট স্কুল মাঠে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সমাবেশ আয়োজন করায় ট্রাক প্রতীক প্রাপ্ত প্রার্থীর পক্ষে আব্দুল কাদেরকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ ধারা লংঘনের জন্য ১২ ধারার একটি মামলায় ১০হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।