বিবিধ

‘আমার বলতে ইচ্ছে হয়’- নূরে মাহজাবিন

  এস এম রাফি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আমার বলতে ইচ্ছে হয়
তোমায় আমি কতটা ভালোবাসি!

বলতে গেছি কতবার শুক্র থেকে শনি
কত্তদিন!
কত্তবার!
বলতে গিয়ে থমকে গেছি বারংবার
কয়েক লক্ষ-কোটি-কোটি বার।

প্রকাশ করতে পারিনি
অতটা ভালোবাসার ভাষা খুঁজে পাইনি।
থমকে গেছি প্রতিবার।
হাজার হাজার বার, বারংবার

আমি বলতে পারি না
আমি কেবল তোমার চোখের মাঝে তাকিয়ে বলতে পারি না

দুইশ বারো লক্ষকোটি অনুভূতির জন্ম নেয়-
এই জন্মের আড়াল মাঝে আমার ভাষার মৃত্যু হয়।

তুমি ভাষাটা বোঝো!
ভালোবাসা টা বোঝো না?

 

নূরে মাহজাবিন,
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।