বিবিধ

‘আমার ভালোবাসা’ জান্নাতুল আম্বিয়া স্নিগ্ধা

  এস এম রাফি ৬ জুন ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

 

আমি আবহমান নদী ভালোবাসি,
সমুদ্রকে নয়।।
আমি আকাশের বৃষ্টি ভালোবাসি,
শিলা বৃষ্টিকে নয়।
আমি মায়াময চাঁদ তারা ভালোবাসি,
সূর্যকে নয়।
আমি মলিন মুখের মৃদুহাসি ভালোবাসি,
রসিকতাকে নয়।
আমি নির্জনে কাঁদতে ভালোবাসি,
নির্জনতাকে নয়।
আমি দুঃখের আগুনে পুড়তে ভালোবাসি,
অন্যকে পোড়াতে নয়।
আমি অন্তরের গহিনকে ভালোবাসি,
বাহ্যিকতাকে নয়।।