বিবিধ

আলহাজ্ব আজিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে রৌমারী উপজেলা বিএনপি

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গত ২ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি কুড়িগ্রাম জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ  আহ্বায়ক কমিটি ঘোষণা করেন৷ উক্ত কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য পদ লাভ করেন রৌমারীর কৃতি সন্তান সদ্য বিলুপ্ত হওয়া রৌমারী উপজেলা  বিএনপি’র সাবেক সভাপতি ও যাদুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুর রহমান৷ সদস্যপদ পাওয়ায় উপজেলা বিএনপিতে আনন্দের বন্যা বইছে৷ 

সদস্য পদ লাভের পর থেকে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা ভিড় করছে তার বাড়িতে৷ খুশিতে কেউ কেউ মিষ্টি নিয়ে আসছে আবার কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ৷ এ বিষয়টি নিয়ে সবাই গর্ব বোধ করছে৷  

৪ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার দুপুরে  ফুলের শুভেচ্ছা জানাতে রৌমারী উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী তার বাড়িতে আসেন৷ 

শুভেচ্ছা বিনিময় করেন রৌমারী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সহ-সভাপতি  সরবেশ আলী চেয়ারম্যান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক কাইয়ুম আকন্দ, যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সহকারী অধ্যাপক সাজ্জাদুল হক সুজন, যুবদল নেতা ওয়ালি দিন বকুল সহ অসংখ্য নেতাকর্মীরা৷ 

রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা বলেন – এটি আমাদের জন্য একটি বড় পাওয়া৷কেন্দ্রীয় নেতারা আমাদের রৌমারী বাসীকে সম্মানিত করেছেন ৷ আমরা চাই আগামীতে উনি যেন আরও গুরুত্বপূর্ণ পদে  থাকতে পারেন এ কামনা করছি৷  

রৌমারী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সহকারী অধ্যাপক সাজ্জাদুল হক সুজন  বলেন-  

আলহাজ্ব আজিজুর রহমানকে  কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে  গুরুত্বপূর্ণ জায়গা করে দেয়ার জন্য কুড়িগ্রাম জেলা বিএনপির সুপার ফাইভ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে রৌমারী উপজেলা যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি উনার এই সম্মান আমাদের পুরো রৌমারী বাসীর জন্য সম্মান। উনাকে আগামী রৌমারী উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে এবং ২৮ কুড়িগ্রাম ৪ এর এমপি হিসেবে দেখতে চাই।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ্জামান বকুল এর সুযোগ্য পুত্র যুবদল নেতা  ওয়ালিদ বিন বকুল বলেন – দীর্ঘদিনের শহীদ জিয়ার আদর্শের ধারক, একজন ন্যায় নিষ্ঠবান মানুষকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটিতে দেখা আমাদের  জন্য আনন্দের ও অনুপ্রেরণার। রৌমারী উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি ওয়ালিদ বিন বকুল তাকে সম্মান ও অভিনন্দন জানাই।