আব্দুল কাইয়ুম,সাভার (ঢাকা) ২১ নভেম্বর ২০২৩ , ১২:০১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় লুটে নেয়া হয়েছে প্রায় ২৩ লাখ নগদ টাকা ও ৫ ভরি স্বর্নালংকার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এর মাত্র ২৫ দিন আগে আরেক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় খোয়া গেছে দুটি আগ্নেয়াস্ত্রসহ প্রায় ৯ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্নালংকার।
সোমবার (২০ নভেম্বর) ভোরে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের দুই তলা বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সোমবার রাতে আশুলিয়া থানায় ডাকাতির এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
এজাহার থেকে জানা যায়, ঘোষবাগের ওই বাড়িটিতে বাবা-মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করেন জাহাঙ্গীর আলম। রবিবার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে খাবার খেয়ে শুয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। রাত প্রায় পৌনে ৩ টার দিকে পাশের বাড়ির সানসেডে দাঁড়িয়ে জানালার গ্রিল কেটে দুতলার একটি ঘরে ঢোকে ডাকাতদল। পরে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ২২ লাখ ৯৭ হাজার টাকা ও ৫ ভরি স্বর্নালংকার লুট করে ভোর ৫ টার দিকে পালিয়ে যায় ডাকাতদল। সব মিলিয়ে প্রায় ২৭ লাখ ৯৭ হাজার টাকা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে এজাহারে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঘরে প্রবেশ করা ডাকাতরা সংখ্যায় ৫ জন হলেও তার সন্দেহ বাইরে আরও কয়েক জন থাকতে পারে। যারা ঘরে ঢুকেছিল তাদের বয়স ২৫ থেকে ৫০ বছর হবে। একজনের মুখে মাস্ক থাকলেও অন্যদের মুখ খোলা ছিল।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, ঘোষবাগের ডাকাতির ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। আমি ঘটনাস্থলে যাইনি। তাই এর বেশি বলতে পারছিনা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম। এর আগের টঙ্গাবাড়ি এলাকায় ডাকাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সে ঘটনায় এখনও কোন আপডেট নেই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ব্যবসায়ী ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেদিন ওই বাড়ি থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, একটি পিস্তল ও একটি শটগানসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। সে ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনও আসামী চিহ্নিত করা কিংবা খোয়া যাওয়া মালামালের কোন হদিস পায়নি আইনশৃংখলা বাহিনী। শিল্পাঞ্চল আশুলিয়ায় একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।