রাজনীতি

আসলে আওয়ামী লীগ অগোছালো হয়ে গেছে : মির্জা ফখরুল

  এস এম রাফি ১৯ জুন ২০২৩ , ১০:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সরকারি দলের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সাধারণ সম্পাদক বললেন, তারাও ভিসা নীতি করবেন। আসলে তারা অগোছালো হয়ে গেছে। সোমবার (১৯ জুন) বগুড়ায় তারুণ্যের সমাবেশে এমন জিজ্ঞাসা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব জানান, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে বললেন, আমি ভীত নই। ভীত যদি না হবেন, তাহলে বললেন কেন, আমাকে সরিয়ে দিতে চায়?

দেশের বাইরে থেকে ঋণ এবং সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে মির্জা ফখরুল বলেন, কয়েকটা টানেল বানালে কি উন্নয়ন হয়?এই সরকার একটা জিনিসই এনেছে। তা হচ্ছে ঋণ। বড় বড় ঋণ এনেছে। তার বোঝা জনগনকে পরিশোধ করা হচ্ছে। বিদ্যুৎ সংকট নিয়ে

তিনি বলেন, বিদ্যুতের টাকাও খেয়ে ফেলেছে। এখনও খাওয়ার ইচ্ছা কমেনি। এখন পুরো দেশটাকে খেয়ে ফেলছে।

তারুণ্যের সমাবেশে তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫বছর ধরে তারা নিজেদের চিন্তা করেছে। ঘরে ঘরে চাকরি, আর ১০টাকা সের চাল, আর হিজাব পরে ভোট চেয়েছিল তারা।” আওয়ামী লীগের পরিচয় না থাকলে চাকরি হয়না বলেও জানান তিনি।

সরকারের দুর্নীতি-অনিয়ম প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সময় এখন তরুণদের। এ লড়াই শুধু বিএনপির নয়, গোটা জাতির লড়াই। আমাদের দাবি একটাই, তা হচ্ছে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দাওয়া। তাই দফা এক দাবি এক, সরকারের পদত্যাগ।

বগুড়ার তারণ্যের সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদকব রাজিব আহসান প্রমুখ।