এস এম রাফি ৩ আগস্ট ২০২৩ , ২:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমানের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের আয়োজনে এক নান্দনিক পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. লুৎফর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক এস এম রাফি প্রমূখ উপস্থিত ছিলেন।
অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু বলেন, চিলমারীর উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার যে ভূমিকা রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার কর্মগুণের কারণে চিলমারী উপজেলাবাসী তাঁকে আজীবন মনে রাখবেন। পাশাপাশি চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের উন্নয়নে তার অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে সাংবাদিকরা।
প্রসঙ্গত, গত ২০২১ সালের ২৫ মে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. মাহবুবুর রহমান যোগদান করেন। সম্প্রতি তিনি লালমনিরহাট জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদন্নোতি পেয়েছেন।