Mosharaf Hossain ২৭ মার্চ ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার ইতালির তরিনো বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনায় দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তরিনো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু মোশারফের উপস্থাপনায় স্থানীয় রেস্টুরেন্ট বাংলা ফুডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইতালি বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান বাংলাদেশ সরকারের সমালোচনা করে দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন,তারা যেন তাদের সন্তানদের নিকট স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জানিয়ে দেওয়ার আহ্বান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তরিনো বিএনপির উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবীদ এ বি এম আসাদুল্লাহ শেখ হাসিনার পদত্যাগ, সকল রাজনৈতিক ব্যাক্তিদের মুক্তি, বেগম খালেদা জিয়ার জামিন ও বিদেশে চিকিৎসার অনুমতি প্রদান সহ নানা ইস্যুতে কথা বলেন। এতে তিনি ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনায় সবার নিকট দোয়া চান।
তরিনো বিএনপির উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোক্তার খান, তরিনো বিএনপির সহ সভাপতি শামীমুল হুদা, রঞ্জিত পাল, তরিনো বিএনপির প্রবীণ সদস্য মাসুদুর রহমান, মজিবুর রহমান, সাইদুল সরকার, কামাল উদ্দীন, তরিনো বিএনপির সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাদীছ সালাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক মোঃ সুমন । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন ইতালি যুবদলের রিমন মিয়া, তরিনো যুবদলের মোমিনুর রহমান, তরিনো স্বেচ্ছাসেবক দলের আব্দুর রাজ্জাক। এসময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তরিনো বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক কারী কামাল উদ্দীন।