সারাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে চিলমারী থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ৩:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কাজীউল সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও রংপুর জেলা সভাপতি মুহাম্মাদ আলিম আল আসিফ।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন,
আলহাজ্ব মুহাম্মাদ শাহজাহান মিয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা। আলহাজ্ব আল্লামা নূর বখত মিয়া, সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা।
মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা।

এছাড়াও বিশেষ উপস্থিতি ছিলেন,শেখ মুহাম্মাদ শহিদুল ইসলাম শহীদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা। আ.ন.ম আশিকুর রহমান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা।

সভায় জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও শাখার দায়িত্বশীলবৃন্দ, কর্মী ও প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তরুণ প্রজন্মকে আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।