চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ১২:১২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে ঈদে কেনা কাটা নিয়ে বাবা-মায়ের সঙে মনোমালিন্য-অভিমান করে আত্মহত্যা করেছেন মানসিক ভাবে অসুস্থ থাকা মেয়ে।
ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের আনোয়ারের গ্রামে (উত্তর রমনা)।
ওই মেয়ের নাম ইন্না আক্তার পুতুল (২৪)। তিনি ওই এলাকার আহাম্মদ আলীর মেয়ে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক। তিনি বলেন, সকালে ওই মেয়ে ঘরের ধরনার সঙে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ওসি, মেয়ের বাবার বরাদ দিয়ে বলেন, ঈদে কেনাকাটা করে দেয়নি জন্য সে অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছে। আর পাশাপাশি মেয়েটি মানসিক ভাবে অসুস্থ ছিলেন।