এস এম রাফি ২৫ জুন ২০২৩ , ৭:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা কৃষক লীগ নেতা মনজুদার রহমান মিলনের নিজস্ব তহবিল থেকে রবিবার বিকালে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মাছহাড়ী (সুমনবাজার) এলাকায় তার নিজস্ব খামার বাড়িতে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ জমসের আলী, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রউফ, প্রভাষক আবুল হোসেন,পরিমল চন্দ্র, হারাগাছ পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ কবির,জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, উপজেলা কৃষক লীগের সহসভাপতি উজ্জ্বল সরকার বাদল, যুগ্ম সম্পাদক জহির রায়হান, শহীদবাগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইছা মিয়া,সারাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনছুর আলী,প্রমূখ। দুই শতাধিক দরিদ্র অসহায় মানুষ কে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।