বিবিধ

উলিপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ইউএনও’র

  উলিপুর প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম উলিপুরে দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউএনও মো. আতাউর রহমান।
শনিবার দুপুরে তিনি আগুনে পুড়ে যাওয়া আবুল হোসেনের বাড়ি পরিদর্শন করে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, আবুল হোসেন, রাশেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় আবুল হোসেনের গোয়াল ঘরসহ তিন‌টি বসত ঘর, আসবাবপত্র, দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্ত‌ভোগী প‌রিবার‌টি জা‌নি‌য়ে‌ছে।