শিক্ষা

উলিপুরে এক কলেজের ৪ শিক্ষার্থীর সবাই ফেল

  নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৩ , ২:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কু‌ড়িগ্রা‌মের উলিপুর বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড ক‌লেজের ৪ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হ‌য়ে‌ছেন। এ বছর দিনাজপুর শিক্ষা বো‌র্ডের অধী‌নে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেন তারা। র‌বিবার ২৬ ন‌ভেম্বর ফল প্রকাশ হ‌লে চারজনই অকৃতকার্য হওয়ার খব‌রে চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়।

জানা গে‌ছে, উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নে ব্রহ্মপুত্র ন‌দের কো‌ল ঘেঁষে গ‌ড়ে ওঠা বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড ক‌লেজ‌টি ২০০৫ সা‌লে পাঠদা‌নের অনু‌মোদন পায়। ৬ জন শিক্ষক দি‌য়ে কোনরকম খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছিল ক‌লেজ‌টি। এ বছর ওই ক‌লেজ থে‌কে মান‌বিক শাখায় ৫ জন শিক্ষার্থী ফরম পূরণ কর‌লেও চারজন পরীক্ষায় অংশ নেন। কিন্তু চারজ‌নের একজনও পাস কর‌তে পারে‌নি।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ক‌লেজ‌টির দা‌য়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মোস্তা‌ফিজার রহমান জানান, গত বছর কেউ পরীক্ষাই দেয়‌নি। এ বছর চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ ক‌রে। কিন্তু তারা পাস ক‌রে‌নি।

উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হো‌সেন জানান, বিষয়‌টি সং‌শ্লিষ্ট দপ্ত‌রে জানা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে যাচাই-বাছাই ক‌রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।