স্টাফ রিপোর্টার, উলিপুর ২৯ নভেম্বর ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার মামলায় জামায়াত নেতা আক্কাছ আলীকে(৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) গভীর রাতে দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার জানজায়গীর হাজীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাছ আলী ওই এলাকার সোলাইমান আলীর ছেলে ও জামায়াতের উলিপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ বলে জানা গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।