স্টাফ রিপোর্টার ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরের কিছু সংখ্যাক পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন অরাজনৈতিক জনকল্যাণ ও সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “আবু সাঈদ ফাউন্ডেশন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) বিকাল ৪ ঘটিকায় তবকপুর ইউনিয়ের কাজলডাঙ্গায় এ সহায়তা প্রদান করা হয়।
উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল প্রধান অতিথি ও উৎসর্গ নার্সিং ইনিস্টিটিউটের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এ আর্থিক সহায়তা ও ঢেউটিন তুলে দেন।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন মোঃ আতিকুর রহমান।
সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান, মোঃ আশরাফুজ্জামান রিপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী শিক্ষা অফিসার এ কে এম তাজিবর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সাইফুর রহমান সরকার, সম্মিলিত কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম হান্নান, সাংবাদিক ও সমাজ সংগঠক মোঃ আখতারুজ্জামান আসিফ প্রমুখ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।