অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়ি এলাকায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে শনিবার (১১ নভেম্বর) প্রেমিক শান্ত চন্দ্র রায় (২০) সহ চারজন নামে ও অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করে নামে উলিপুর থানায় মামলা করেছেন কিশোরী মা। তবে এ ঘটনায় রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ।
শান্ত চন্দ্র রায় উপজেলার পূর্ব নাওডাঙ্গা এলাকার বাসিন্দা। অন্য আসামিরা হলেন পশ্চিম নাওডাঙ্গার আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান (২২), পূর্ব নাওডাঙ্গার বাকরেরহাট হিন্দুপাড়ার চন্দন চন্দ্র (২০) ও নিজাই খামার মাঝাপাড়া গ্রামের হাবিবুর রহমান শুটকু (৪০)।
এর আগে ৬ নভেম্বর রংপুরে নিজের বাড়ি থেকে মায়ের সঙ্গে উলিপুরে নানার বাড়িতে আসে কিশোরী। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কাউকে না জানিয়ে বের যাওয়ার দীর্ঘ সময় পরও না ফেরায় তাকে খোঁজাখুজি করে স্বজনরা। রাতে থানা হেফাজতে থাকার কথা জানতে পারে তারা।
এজাহারে জানা গেছে, থানা গিয়ে পরিবারের লোকজন জানতে পারে, এক বছর আগে দুর্গাপূজায় এসে শান্ত রায়ের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার বিকেলে শান্ত তাকে পৌর শহরের নাওডাঙ্গার বিলে ডেকে নেন। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘোরাঘুরির পর কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় শান্ত। এ সময় শান্তকে আরেকটি অটোরিকশায় তুলে উলিপুর বাজারের দিকে পাঠিয়ে দেওয়া হয়। পরে সঙ্গীদের সাহায্যে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে কৃষি জমিতে সেচ পাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে নোমান। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। তবে কিশোরী কাঁদতে কাঁদতে স্থানীয় একটি বাজারে এলে বিষয়টি জানতে পরে পুলিশকে খবর দেয় লোকজন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।