সারাদেশ

উলিপুরে মাল্টিস্টেকহোল্ডাদের সাথে মতবিনিময় সভা

  উলিপুর প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৫ , ১০:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মাল্টিস্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হলরুমে, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে, বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময়ে উলিপুর হাসপাতাল কর্তৃপক্ষ, সুসীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাধারণ রোগী, যুব ও ফোরামের সদস্যগণ অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলিডারিটির নির্বাহী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর-রশীদ লাল, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সমাজসেবক মহসীন আলী, কমরেড দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলী, সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী, সহকারী ফোকাল পার্সন সুনীল দাশ প্রমুখ।