সারাদেশ

উলিপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

  এস এম রাফি ৫ আগস্ট ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

উলিপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা। ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ।