এস এম রাফি ৩০ আগস্ট ২০২৩ , ৮:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুস ওরফে নাসির (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ।
সে দূর্গাপুর ইউনিয়নের যমুনা ফকিরপাড়া গ্রামের আনসার ব্যাপারীর পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার(২৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা বাজার থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুস ওরফে নাসিরকে গ্রেফতার করা হয়।
বুধবার(৩০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।