অপরাধ

উলিপু‌রে ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

  স্টাফ রিপোর্টার, উলিপুর ২৩ নভেম্বর ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন শাখার যুব লীগের সভাপতি মৃত আব্দুল মজিদের ছেলে মির্জা মনিরুজ্জামান সাজু (৪৫), গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাঠাল বাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে রোকনুজ্জামান খোকন (৪০)।

এ ছাড়া একই মামলায় গত বৃহস্পতিবার উপজেলার তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু (৫৭), উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার (২৮), দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান (৩৫) ও উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি মারুফ হাসান মিলনকে (২৪) গ্রেপ্তার ক‌রা হয়।

জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, হকিস্টিক দিয়ে গোবিন্দ জিউ মন্দিরের ভেতরে
মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ ন‌ভেম্বর মোসা‌ব্বির হো‌সেন (২১) নামে এক শিক্ষার্থী বাদী হ‌য়ে উলিপুর থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।