সারাদেশ

একদিন বন্ধের পর চিলমারী ঘাটে ফেরি চলাচল শুরু

  এস এম রাফি ১৬ অক্টোবর ২০২৩ , ১২:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারী নৌপথের রৌমারী ঘাটে থাকা পন্টুনের র‌্যামের নিচে মাটি ভেঙে যাওয়ায় একদিন বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে। পন্টুনের র‌্যামের নিচে মাটি ভেঙে গেলে রোববার সারাদিন এ পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
রোববার দিবাগত রাত ৮টার দিকে চিলমারী নদীবন্দর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘাট মেরামত শেষে সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সোমবার সকাল ৭টায় ফেরি কুঞ্জলতা ১০টি পরিবহনের নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে ফেরি চলাচল শুরু হয়।