সারাদেশ

এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে সাইনবোর্ড স্থাপন

  এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৩:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঢাকা-মাওয়া (জাতির জনক) বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশে এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে বিশালাকার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। মহাসড়কের পাশে গর্ত করে এই সাইনবোর্ড স্থাপন করায় ব্যস্ততম সড়কের পার্শ্বের মাটি সরে গিয়ে মহাসড়কের কোটিি টাকার ক্ষতির আশংকা রয়েছে। তবে বিশাল দৈর্ঘ্যের এই সাইনবোর্ডটি কে বা কারা এখানে স্থাপন করলো তা স্পস্ট করে কেউ কিছু বলতে পারছেন না।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন শাহিন সরকার নামক এক ব্যাক্তির মার্কেটের পশ্চিম পার্শ্বে বে-নামে লোহার বিশালাকার খুঁটি দিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। স্থাপনকালে এক্সপ্রেসওয়ে ও ওয়াসার জায়গা খনন করে এই সাইনবোর্ড স্থাপন করা হয়। স্থাপনকারী শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, এই মার্কেটের মালিক শাহিন সরকার আমাদেরকে এই সাইনবোর্ড স্থাপনে অনুমতি দিয়েছেন। কোন কোম্পানীর নামে এই সাইনবোর্ড জানতে চাইলে শ্রমিকরা বলেন, এখনও কোন কোম্পানীর নাম প্রস্তাব করা হয় নাই।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কয়েকদিন যাবৎ মহাসড়কের জায়গা দখল করে কে বা কারা সাইনবোর্ড স্থাপন করছেন। শ্রমিকদের জিজ্ঞাসা করলে তারা সদুত্তর দেয় না। এভাবে মহাসড়কের জায়গা গর্ত করে সাইনবোর্ড স্থাপন করায় যেকোন সময় রাস্তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এব্যাপারে সাইনবোর্ড স্থাপনকারী উমপাড়া এলাকার শাহিন সরকার এর জানতে চাইলে তিনি বলেন, আমরা জায়গা আমি ভাড়া দিয়েছি। সরকার যখন চাইবে তখন ছেড়ে দিব। কোন প্রতিষ্ঠানের সাইনবোর্ড এটি জানতে চাইলে তিনি জানান, সেটা আপনাদের বলা যাবে না।

সড়ক জনপথ (সওজ) এর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।