ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলায় (নওগাঁ): ১ অক্টোবর ২০২৪ , ৯:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এক দফা দাবিতে নওগাঁর পত্নীতলায় হাসপাতালের কর্মবিরতিতে যাচ্ছেন নার্স ও মিডওয়াইফরা। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি শুরু করেন তাঁরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ও বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক দফা দাবি পূরণের লক্ষ্যে সরকারকে তিন কর্মদিবসের সময় দেয়। কিন্তু সরকার এই সময়ের মধ্যে তাদের দাবির পক্ষে কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় সংস্কার পরিষদ এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ওই নির্দেশ মোতাবেক নওগাঁর পত্নীতলা উপজেলায় এ কর্মসূচি পালন করে।