নিজস্ব প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৪ , ১১:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
এফডিসিতে শুটিং চলছে চলচ্চিত্র “তুমি করে বলবে”।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন রুবেল মাহমুদ, কাহিনী সংলাপ ময়না আজমেরি। চিত্রনাট্য গোলাম রাব্বানী কিশোর o ও প্রযোজনা সাদা পালক মাল্টিমিডিয়া। প্রযোজক – মো: সালাহউদ্দিন।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিগন্ত,সাদিয়া মির্জা, ওমর সানি, সারা জেরিন , ডেনিরাজসহ আরো অনেকে।
ছবিটি নিয়ে পরিচালক রুবেল মাহমুদ বলেন, ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।আপনারা কেউ নিরাশ হবেন না। সবাই অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন। আর আমার যারা ভক্ত আছেন তারা তো অবশ্যই দেখবেন। ছবিটির নাম এবং গল্প খুবই চমৎকার হবে। হ্যাঁ যারা অভিনয় করছেন তারা খুব পারদর্শী। আমার বিশ্বাস গল্প এবং অভিনয় সবই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা তো বাংলা ছবি দেখেন একবার আমাকে বিশ্বাস করে এই ছবিটি দেখেন। আমরা ছবি বানাই আপনাদের ভালো লাগার জন্য। আপনারা যা কমেন্ট করেন সেটাই আমাদের জন্য ভালো লাগে। ভালো লাগলে ভালো বলবেন আর খারাপ লাগলে খারাপ বলবেন। সবাই অবশ্যই অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন। আর নামটি মনে রাখবেন তুমি করে বলবে।