এস এম রাফি ২১ জুলাই ২০২৩ , ১১:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম):
আর মাত্র কয়েকঘন্টা পর কুড়িগ্রামের চিলমারীতে একযুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্রলীগের সম্মেলনের সফলতা কামনা করে আমেরিকা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন রহিমুজ্জামান সুমন। তিনি চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। বর্তমানে ব্যবসায়িক কাজে আমেরিকায় অবস্থান করছেন।
আগামীকাল শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে ঘিরে সুমন একটি ভিডিও বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আগামীকাল ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি আশা করি একটি সুন্দর কমিটি উপহার দেবেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃত্ববৃন্দরা। সেই সাথে এই ছাত্রলীগ চিলমারীকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা গড়ে তোলার কাজে অংশগ্রহণ করবেন।
রহিমুজ্জামার সুমন আরও বলেন, আগামী নির্বাচনে এই ছাত্রলীগ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আশা করি। ছাত্রলীগে ১৯৯১ সালের পর থেকে রাজপথে আমরা তিলে তিলে প্রতিষ্ঠিত করেছি। বিএনপির মামলা, হামলা, অফিস ভাঙচুর সহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল সেই সময়। এখন সেই ছাত্রলীগ কে দেখলে গর্ববোধ হয়, বুকটা ভরে যায় সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে।
তিনি আরও বলেন, এই কমিটিতে যেই আসুক, যারাই আসুক, ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। কারণ আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হবে। এই সরকারকে ক্ষমতায় আনতে এই ছাত্রলীগ অগ্রহনী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
প্রসঙ্গত, চিলমারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্ততি কমিটির আয়োজনে আগামীকাল (২২জুলাই, শনিবার) বেলা ১২ টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. জাফর আলী।
সম্মেলন উদ্বোধন করবেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন নয়ন।
এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।