বিবিধ

কাউনিয়ায় অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে মে দিবস পালন

  এস এম রাফি ১ মে ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা মে দিবস উপলক্ষে অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে গত সোমবার দুপুরে তালতলা মোড় থেকে একটি র‍্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কয়ার ল্যাবরেটরি স্কুলে এসে সমাবেত হয়।
মহান মে দিবস উপলক্ষে কাউনিয়া অটো ও মিশুক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম তাবু, যুগ্ম সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,শ্রমিক নেতা সাইফুল ইসলাম, সড়ক সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজু মিয়া, দপ্তর সম্পাদক আঃ হান্নান কোষাধ্যক্ষ দয়াল মিয়া কার্যকরী সদস্য আঃ মতিন কোটিপতি, আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনে সারা বিশ্ব এক সাথে এ দিবস টি পালন করা হচ্ছে এবং সেই সাথে শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করার আহবান জানান হয়। পরে শ্রমিকদের মাঝে তবারক বিতরন করা হয়।