এস এম রাফি ২০ জানুয়ারি ২০২৩ , ৩:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- যাঁরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন, তাঁরা একপ্রকার ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ান’। অনেকেই তাঁদের ‘পাগল’ বলেন। তবে ওই পাগলরাই সমাজ পরিবর্তনে কাজ করেন। বিপদগ্রস্ত–অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। স্বেচ্ছাসেবকদের ক্ষুদ্র ক্ষুদ্র ওই প্রচেষ্টাই একসময় দেশকে বদলে দেবে, সমাজকে বদলে দেবে, আলোকিত করবে বাংলাদেশকে।শুক্রবার (২০ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বিদেশ ফেরত মানব পাচারের শিকার ব্যাক্তিদের সংগঠন অনির্বাণ যুব সংস্থার মাসিক মতবিনিময় সভায় এসব কথা বলেন অনির্বাণ যুব সংস্থার সভাপতি মোঃ সাইফুল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন অনির্বাণ যুব সংস্থার সহ সভাপতি শাহানা বেগম, আশরাফুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,কোষাদক্ষ আশিকুর রহমান, সাইদুল ইসলাম এছাড়াও আরো উপস্থিত ছিলেন অনির্বাণ যুব সংস্থার সকল অনির্বাণ ও পিয়ার লিডারের সকল সদস্য বৃন্দ।