সারাদেশ

কাউনিয়ায় আওয়ামীলীগ নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  এস এম রাফি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৮:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ৯০ দশকের ছাত্রলীগের পদ বঞ্চিত নেতৃবৃন্দের আহ্বায়ক সাইফুল ইসলাম সেলিমকে হত্যা চেষ্টা এবং কাউনিয়া থানা পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ৯০ দশকের ছাত্রলীগের পদ বঞ্চিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া বালিকা বিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯০ দশকের ছাত্রলীগের পদ বঞ্চিত নেতৃবৃন্দের মুখপাত্র এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম ।
লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে শহীদবাগ বাজারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর সামনে তার নির্দেশনায় তারই ছোট ভাই আব্দুর রউফ ভাতিজা চঞ্চল, চয়নসহ একদল সন্ত্রাসী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং ৯০ দশকের ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম সেলিমের উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি বলেন, একজন প্রকৃত মুজিবের সৈনিককে হত্যা চেষ্টার বিষয়ে সাইফুল ইসলাম এর ভাই রফিকুল ইসলাম বাদে হয়ে কাউনিয়া থানায় একটি এজাহার জমা দিলেও পুলিশ অদৃর্শ্য কারণে এখনো মামলা নথি ভুক্ত না করে টালবাহানা করছে। আগামী শনিবারের মধ্যে মামলা নথি ভুক্ত না করলে পরবর্তীতে ৯০ দশকের ছাত্রলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা দ্রুত মামলা নথি ভুক্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মহসিন হিরা, শহীদবাগ ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা রানা চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, প্রভাষক আব্দুস সালাম,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা ইউসুফ আলী, আব্দুল লতিফ, ডালিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রানী প্রমূখ।