বিবিধ

কাউনিয়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

  এস এম রাফি ৫ জানুয়ারি ২০২৩ , ৬:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা কমিটিতে একে এম ছায়াদত হোসেন বকুল কে আহবায়ক ও অধ্যাপক মাজেদ আলী বাবুল কে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে।

গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় আনন্দ মিছিল টি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গালস্ স্কুল মোড়ে এক পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রংপুর জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক ওসিমুল বারী সিমু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, সদস্য হাবিবুর রহমান,রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৈস মোঃ মহসিন সরকার হীরা,মধুপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, কাউনিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক ইউসুফ আলী, কূর্শা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক রজব আলী, যুবলীগ সদস্য ইউসুব আলী রাঙ্গা, ইউসুব আলী(ছোট) সহ প্রমুখ।
বক্তারা বলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি জেলা আওয়ামী লীগ কে ঢেলে সাজাবে এবং আহবায়ক একে এম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের গতিশীল নেতৃত্বে আওয়ামী লীগ রংপুরে শক্ত অবস্থান করে নিতে পারবে বলে আশা পোষন করছেন।