এস এম রাফি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
দিবস টি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শায়লা জেসমিন সাঈদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমিন প্রমূখ। আলোচনা সভার একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।