জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ১:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম,পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস বৃহস্পতিবার বিকালে শহীদবাগ খামারের ব্লকে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- কাউনিয়ায় পুত্রবধূর সাথে অভিমান করে নিজ বাড়িতে আগুন দিলেন শ্বশুর
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ সাইফুল আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, মোঃ সাইয়েদুল ইসলাম,হোসনে আরা বেগম এবং গ্রুপের সদস্য বৃন্দ। ১৫ জন কৃষকের গ্রুপ ৫ একর
জমিতে ব্রি-৮৭ ধান চাষ করে হেক্টরে ফলন এসেছে প্রায় ৫ টন। গ্রুপের একজন কৃষক নুরনবী নিজ উদ্যোগে ট্রাইকো লিচেট উৎপাদন করছে এবং তাদের ধানের জমিতে ছত্রাকনাশক হিসেবে শুধুমাত্র লিচেট ব্যবহার করেছে,কোন রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করা হয়নি এবং কাঙ্খিত ফলন পেয়েছে।