বিবিধ

কাউনিয়ায় আমরা ৯৬’র শীতবস্ত্র বিতরণ

  এস এম রাফি ২১ জানুয়ারি ২০২৩ , ৩:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
‘শীতের তীব্রতা, জয় করুক উষ্ণতা’ শ্লোগানে রংপুরের কাউনিয়ায় এসএসসি ব্যাচ আমরা ৯৬’র উদ্যোগে ৯৬৯৮ ফাউন্ডেশন ডিজারস্টার ম্যানেজমেন্ট টিম সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (২১ জানুয়ারী) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে ১৫০ জন দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ করেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, আমরা ৯৬’র বন্ধুবর আশা কর্মকর্তা বিদ্যুৎ, ব্যাংকার রাজিব ও জিয়া, কাষ্টমস্ কর্মকর্তা সুজন, আমরা ৯৬’র সভাপতি একেএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক আবু আহসান সিদ্দিক পল্লব,প্রধান শিক্ষিক আশফিকা বুলবুল পেস্তা যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মজনু, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক মহন্ত, ব্যাংকার শহিদুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল লতিফসহ আমরা ৯৬’র বন্ধুগণ। সাংবাদিক জহির রায়হান রহমান, মিজানুর রহমান প্রমুখ।
এসময় শীতে কাঁতর গরীব দরিদ্র মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানায় আমরা ’৯৬ এসএসসি ব্যাচ।