শিক্ষা

কাউনিয়ায় এ-ওয়ান ক্যাডেট কোচিং এর মেধা বৃত্তি পরীক্ষায় স্কয়ার ল্যাবরেটরি স্কুল শীর্ষে

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০২৪ , ৮:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের সনামধন্য ক্যাডেট কোচিং সেন্টার এ- ওয়ান ক্যাডেট কোচিং সেন্টার এর আয়োজনে রংপুরের কাউনিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। পরীক্ষার ফলাফলে প্রথম স্থানসহ ১০ জনের মধ্যে স্কয়ার ল্যাবরেটরি স্কুলের চারজন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় উপজেলার শহিদবাগ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরীক্ষা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ- ওয়ান ক্যাডেট কোচিং এর পরিচালক মোঃ জামিল উদ্দিন, শহিদবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন, নিজদর্পা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিহাদুল ইসলাম, স্কয়ার ল্যাবরেটরি স্কুলের পরিচালক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মনোরঞ্জন চন্দ্র বর্মন। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন, রাজবাড়ী মডেল স্কুলের প্রধান শিক্ষক মু। আলোচনা শেষে প্রথম স্থান অধিকারী স্কয়ার ল্যাবরেটরি স্কুলের ইজতেহাজ ইরফান জায়ান, ৩য় স্থান স্কয়ার ল্যাবরেটরি স্কুলের রুকাইয়া জাহান, চতুর্থ সাইফুল্লাহ, ষষ্ঠ স্থান অধিকারী স্কয়ার ল্যাবরেটরি স্কুলের নুশরাত জাহান তানজিমসহ অন্যান্য বিজয়ীদের মাঝে নগদ অর্থ এবং সনদ তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য প্রতিবছর এ-ওয়ান ক্যাডেট কোচিং রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।