এস এম রাফি ১ মার্চ ২০২৩ , ৮:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বুধবার প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সহকারি প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান, আনসার ভিডিপি প্রশিক্ষক তাহেরা বেগম প্রমূখ। দিবসটি যাথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।