এস এম রাফি ২৫ অক্টোবর ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় ঢাকের তালে তালে বিভিন্ন মন্দির থেকে এসে মঙ্গলবার রাত ৮টার সময় তিস্তা সড়ক সেতুর নিচে প্রতিমা বিসর্জনের মধ্য দিয় শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব। বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে তিস্তা ব্রীজের নিচে ভিড় করেছেন ভক্ত ও অনুরাগীরা। এ সময় নানা ধর্মের, শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান ব্যাপক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেন। দশমীর দিনে সকালে সিঁদুর উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোন্তাছের বিল্লাহ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ৭১টি পূজা মন্ডপে করা নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা।এরপর বিভিন্ন নদী ও পুকুরে সন্ধ্যার পর পর্যন্ত উপজেলার ৭১টি মন্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।