অপরাধ

কাউনিয়ায় কলা বাগান থেকে ৫ জুয়ারু আটক

  এস এম রাফি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া উপজেলার শিবু গ্রামে কলা বাগানে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরাঞ্জাম সহ ৫ জুয়ারু কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু পাঠান পাড়া গ্রামে আফজাল হোসেনের কলা বাগানে অর্থের বিনিময়ে জুয়া খেলা অবস্থায় পুলিশ বিভিন্ন এলাকার ৫ জুয়ারু কে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার রাজীব গ্রামের বাবু মিয়া (২৭) পীরগাছা উপজেলার জুয়ান চর গ্রামের জাহিদুল ইসলাম (৩৮) আবুল হোসেন (৩৭) গাবুড়া চর গ্রামের মমিনুল ইসলাম (২২) কান্দি গ্রামের লিটন মিয়া (২১) কে জুয়ার সরাঞ্জাম সহ আটক করে। থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আটক কৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।