সারাদেশ

কাউনিয়ায় কীটনাশক পানে যুবতীর আত্মহত্যা

  কাউনিয়া প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ৩:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় কীটনাশক পান করে গীতা রাণী (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্রের কন্যা গীতা রাণী বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে জমিতে দেওয়ার জন্য বাড়িতে এনে রাখা কীটনাশক পান করে। কীটনাশক পান করার পর ছটফট করতে থাকলে বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে গীতা রাণী মারা যায়। গীতা রাণীর কাকা পলাশ কুমার বিঞ্চু বলেন তার ভাতিজি মানষিক ভারসাম্যহীন ছিল।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান কীটনাশক পানে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।