এস এম রাফি ১৯ এপ্রিল ২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়া উপজেলায় কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল রেলী ও আলোচনা সভা উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের , আওয়ামী নেতা জগদিস সিংহ, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান ,যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম উপজেলা কৃষকলীগের সাংগঠিক সম্পাদক ,রাকিবুল ইসলাম রাকিব, শহীদবাগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইসা মিয়া , কু্শা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবা রানী, সহ-সভাপতি পাপরি রানী, কৃষক লীগ নেতা সুজন চন্দ্র বর্মন, ৬ নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় কার্তিক, ৫ নং ওয়ার্ড সভাপতি শ্রী গোপাল চন্দ্র শীল প্রমুখ। পরে উপজেলা ৬ ইউনিয়ন কৃষক লীগের কর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করে শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়।