এস এম রাফি ২৮ জুন ২০২৩ , ৫:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার বেসরকারি উন্নয়ন সংস্থা কাউনিয়া ইউথ-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) সংস্থার খোপাতীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক সরকার এর সভাপতিত্বে ৮ম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সোহেল রানা বিগত দুই বছরের আয়-ব্যয় ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড সূমহ বিস্তারিত ভাবে তুলে ধরেন। চলমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তির্ন হওয়া সভায় সাধারণ পরিষদের অন্যান্য সদস্যগণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন। সে মতে সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ সামসুল আলম কে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহন হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিউটি আক্তার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শামসুল আলম, সদস্য মোঃ মোস্তাক আহমেদ লাকু, দেলোয়ার হোসেন দুলাল, সদস্য (অর্থ) মোঃ রাকিবুল ইসলাম, শামীম সরকার ও সাধারণ পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।