বিবিধ

কাউনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  এস এম রাফি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে শেফালী রানী(৪৪) নামের এক গৃহবধূ মঙ্গলবার সকালে আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ শ্যামপুর গ্রামের অবিনাশ চন্দ্র বর্মনের স্ত্রী শেফালী রানী (৪৪) পারিবারিক কলহের জেরে মনের দুঃখে সবার অজান্তে মঙ্গলবার আনুমানিক সকাল ৮টার দিকে ঘরের ধর্ণার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন ঘরে ধর্ণার সাথে লাশ ঝুলতে দেখে পুলিশ কে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।