অপরাধ

কাউনিয়ায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক

  এস এম রাফি ২০ অক্টোবর ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া থানাপুলিশ ১ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছইমুদ্দিন(৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে বৃহস্পতিবার রাত ৭ টার দিকে তিস্তা সেতুর সন্নিকটে মনছুরের পানের দোকানের সামন থেকে পুলিশ দেখে পালানোর সময় আটক করেছে।
সে বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের মনছুর আলীর পুত্র।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।