এস এম রাফি ১৯ জুন ২০২৩ , ১০:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় শ্রবণ প্রতিবন্ধী ফারজানা আক্তার (২৬) নামের এক গৃহবধুঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পিতার বাড়ি থেকে ওই গৃহবধূঁর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি কুর্শা চন্ডিপুর গ্রামের সরওয়াদী মাস্টারের মেয়ে ও হারাগাছ ইউনিয়নের নাজিরদহ চকরপানি গ্রামের জেনারুল ইসলামের স্ত্রী। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফারজানা আক্তার শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিয়েপর প্রায় দশ মাস ধরে বাবার বাড়িতে বসবাস করছে। গত রবিবার মাস্টারের বাড়িতে প্রতিবেশী এক নারী গারুর দুধ দিতে এসে ঘরের মধ্যে ফারজানাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল স্থল থেকে ওই গৃহবধূঁর লাশ উদ্ধার করে। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।